Amrajani

রিকশা আমাদের শহরাঞ্চলের পরিচিত এক যানবাহন, আর রিকশাচালক হচ্ছেন এর চালক। a rickshaw puller paragraph অনুযায়ী, একজন রিকশাচালক খুবই কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। গরমে, বৃষ্টিতে কিংবা ঠান্ডায় তারা নিরলস পরিশ্রম করে যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেন। অধিকাংশ রিকশাচালকই দরিদ্র ও অশিক্ষিত। তারা প্রতিদিন সকালে রিকশা নিয়ে বের হন এবং সারাদিন পরিশ্রম করে যা আয় হয় তা দিয়েই সংসার চালান। আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও যথাযথ সম্মান প্রদর্শন করা।